ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আশুলিয়ায় সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৫, ২০১৯
আশুলিয়ায় সুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টির নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ কটন মিলস নামে ওই কারখানায় আগুন লাগে।  

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, শেষরাতে আশুলিয়ার শ্রীপুর এলাকায় সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান তারা।

এসময় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট, গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ১টি ও মিরপুর ফায়ার সার্ভিস থেকে আরও ১টি ইউনিট নিয়ে মোট ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে যাচ্ছে।

তিনি বলেন, আগুনের তীব্রতা বেশি হওয়ায় ততক্ষণে গোডাউনে থাকা সুতা তৈরির সমস্ত কাঁচামাল তুলা পুড়ে গেছে। তবে আগুন যাতে অন্য কোথায় ছড়িয়ে পড়তে না পারে সে জন্য কাজ করছেন তারা।  

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির ব্যাপারে প্রাথমিকভাবে নিশ্চিত করে কিছুই বলতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।