ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সেমিনারে যোগ দিতে উত্তর আয়ারল্যান্ড যাচ্ছেন ভূমিমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৯
সেমিনারে যোগ দিতে উত্তর আয়ারল্যান্ড যাচ্ছেন ভূমিমন্ত্রী

ঢাকা: উত্তর আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় উন্নয়ন বিষয়ক সেমিনারে যোগ দিতে ঢাকা ছাড়ছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। 

মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যভিত্তিক গবেষণামূলক প্রতিষ্ঠান ‘স্টাডি সার্কেল’ এর আয়োজনে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে অবস্থিত উত্তর আয়ারল্যান্ড অ্যাসেম্বলিতে ‘বাংলাদেশ- এ গোল্ডেন জার্নি টু ডেভেলপমেন্ট’ শীর্ষক এক সেমিনারের প্রধান অতিথি হিসেবে যোগ দিতে মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন ভূমিমন্ত্রী।

আগামী ৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সেমিনারটি অনুষ্ঠিত হবে।

সেমিনারে ভূমিমন্ত্রী গত এক দশকে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বক্তব্য রাখবেন। এছাড়া বাংলাদেশে আরও বিনিয়োগের আহ্বানও জানাবেন সাইফুজ্জামান চৌধুরী।

বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী দেশ হলো যুক্তরাজ্যের সাংবিধানিক রাজ্য উত্তর আয়ারল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৯
জিসিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।