ঢাকা, সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১, ২৯ এপ্রিল ২০২৪, ১৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দীঘিনালায় সেনাটহলের সঙ্গে গুলিবিনিময়ে ৩ সন্ত্রাসী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
দীঘিনালায় সেনাটহলের সঙ্গে গুলিবিনিময়ে ৩ সন্ত্রাসী নিহত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বড়াদমে ইউপিডিএফ প্রসীত গ্রুপপন্থি সন্ত্রাসীদের সঙ্গে সেনাটহলের গুলিবিনিময় হয়েছে। এতে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় উদ্ধার করা হয়েছে তিনটি আগ্নেয়াস্ত্র।

সোমবার (২৬ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আইন-শৃঙ্খলা বাহিনীর স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সেনাবাহিনীর টহল দল নিয়মিত অভিযানে গেলে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি চালায়। এসময় সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই তিন সন্ত্রাসী নিহত হয়। এরা সবাই প্রসীত খীসাপন্থি ইউপিডিএফের সদস্য।

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার (এসপি) মো. আহমার উজ্জামান বাংলানিউজকে বলেন, ‘গুলিবিনিময়ে দীঘিনালার দুর্গম গ্রামে তিনজন নিহত হওয়ার খবর শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ২৬, ২০১৯
এডি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।