ঢাকা, বুধবার, ১৫ শ্রাবণ ১৪৩২, ৩০ জুলাই ২০২৫, ০৪ সফর ১৪৪৭

জাতীয়

এইচএসসিতে অকৃতকার্য হয়ে বরগুনায় ছাত্রের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪১, জুলাই ২০, ২০১৯
এইচএসসিতে অকৃতকার্য হয়ে বরগুনায় ছাত্রের আত্মহত্যা

বরগুনা: এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে বরগুনা পৌরসভা এলাকায় রাসেল নামের এক কলেজ ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে রাসেল তার নিজের ঘরে আত্মহত্যা করেন।  

বরগুনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালেকের ছেলে রাসেল এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।

গত ১৭ জুলাই প্রকাশিত ফলাফলে তিনি অকৃতকার্য হয়। এ কারণে আত্মহত্যা করে বলে পরিবারের লোকজন জানায়।  

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন বাংলানিউজকে জানান, মৃত রাসেলের মরদেহ উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৫৪১ ঘণ্টা, জুলাই ২০, ২০১৯ 
এমআইএইচ/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।