ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খালিয়াজুরীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
খালিয়াজুরীতে বজ্রপাতে যুবকের মৃত্যু

নেত্রকোণা: নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় বজ্রপাতে রফিকুল ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময় জেলার কেন্দুয়া উপজেলায় বজ্রপাতে দু’টি গরু মারা গেছে।

শুক্রবার (১৪ জুন) সকালে খালিয়াজুরীর লহ্মীপুর গ্রাম ও কেন্দুয়ার বনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রফিকুল লহ্মীপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বাংলানিউজকে জানান, বৃষ্টিতে ভিজে খালে মাছ ধরছিলেন রফিকুল। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে কেন্দুয়ার চিরাং ইউনিয়নের বনপাড়া গ্রামের কৃষক নুরু মিয়া জানান, ফসলের মাঠে বজ্রপাতে তার দু’টি গরু মারা গেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুন ১৪, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।