ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গরু ফসল নষ্ট করায় দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুন ৭, ২০১৯
গরু ফসল নষ্ট করায় দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমিতে গরু ঢুকে ফসল নষ্ট করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ফুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

শুক্রবার (০৭ জুন) দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতিকুড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ১০/১২ দিন আগে আতিকুড়া গ্রামের একই গোষ্ঠির লিটন মিয়ার গরু আব্দুল আউয়ালের জমিতে ঢুকে ফসল নষ্ট করে।

এর জেরে দু’পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়।

বিষয়টি মিমাংসার জন্য ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান শুক্রবার দুপুরে দুই পক্ষকে নিয়ে বসেন। আলোচনার সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে ফের দু'পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে বৃদ্ধ ফুল মিয়া মারা যান।

নাসিরনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাত্তয়া যায়নি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষের আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ০৭ জুন, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।