ঢাকা, মঙ্গলবার, ৭ শ্রাবণ ১৪৩২, ২২ জুলাই ২০২৫, ২৬ মহররম ১৪৪৭

জাতীয়

বাঘাইছড়িতে ব্যবসায়ীদের শোক পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫১, মার্চ ২০, ২০১৯
বাঘাইছড়িতে ব্যবসায়ীদের শোক পালন বন্ধ রয়েছে ব্যবসায়ীক প্রতিষ্ঠান। ছবি: বাংলানিউজ

রাঙামাটি: সোমবার (১৮ই মার্চ) সন্ত্রাসীদের বাসর্ট ফায়ারে নিহতদের স্মরণে বাঘাইছড়ি ব্যবসায়ী সমিতি তাদের ব্যবসা প্রতিষ্ঠানে কালো পতাকা উত্তোলন করে শোক পালন করেছে। 

বুধবার (২০মার্চ) সকালে এসব কালো পতাকা উত্তোলন করা হয়।

এদিন সাপ্তাহিক হাটবার হলেও অনেক ব্যবসায়ীক প্রতিষ্ঠান বন্ধ ও বাজারে লোক সমাগম তুলনামূলক কম পরিলক্ষিত হয়।

 

বাঘাইছড়ি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আবদুল মাবুদ বাংলানিউজকে জানান, গত ১৮ই মার্চ পাহাড়ি সন্ত্রাসী কর্তৃক বার্স্ট ফায়ারে নিহতদের স্মরণে আমরা ব্যবসায়ীরা কালো ব্যাজ ধারন  এবং ব্যবসা প্রতিষ্ঠানের সামনে কালো পতাকা উত্তোলন করেছি।

গত ১৮ মার্চ সন্ধ্যার দিকে সিজক এলাকা থেকে নির্বাচনী কাজ শেষে করে ব্যালট পেপার ও সরঞ্জমাদি নিয়ে উপজেলা সদরে ফিরছিলেন নির্বাচনী কর্মকর্তারা। পথে একদল দুর্বত্ত ব্যালেট পেপার ছিনতাইয়ের উদ্দেশে বার্স্ট ফায়ার করলে দুই সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ মোট সাতজন মারা যায়।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।