ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

এবার ঈশ্বরগঞ্জে ভিজিএফের ২৬৭ বস্তা চাল জব্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এবার ঈশ্বরগঞ্জে ভিজিএফের ২৬৭ বস্তা চাল জব্ধ

ময়মনসিংহ: এবার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভিজিএফের ২৬৭ বস্তা চাল জব্ধ করেছে স্থানীয় উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ আগস্ট) দুপুরে ও বিকেলে পৃথক অভিযান চালিয়ে এ চাল জব্ধ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলার রাজিবপুর ও তারুন্দিয়া ইউনিয়নের দু’টি বাজারে ভিজিএফের চাল মজুদ রয়েছে এমন খবর পেয়ে সোমবার (১৩ আগস্ট) দিনগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মইনউদ্দিন খন্দকার রাজিবপুরের শাহগঞ্জ বাজারে অভিযানে যান।

এ সময় তিনি বাজারের রুহুল আমিন ও আবদুল মোতালেবের দু’টি দোকান সিলগালা করে দেন।

পরে মঙ্গলবার দুপুরে অভিযানে গিয়ে রুহুল আমিনের দোকান থেকে ৫০ কেজি বস্তার ৩৬ বস্তা এবং আবদুল মোতালেব ও হবি মিয়ার যৌথ দোকান থেকে ২০১ বস্তা চাল জব্দ করে দোকানগুলো সিলগালা করে দেন এসিল্যান্ড মইন উদ্দিন খন্দকার।

এদিকে, উপজেলার তারুন্দিয়া ইউনিয়ন পরিষদের পেছনে আমিনুল ইসলাম নামে এক ব্যবসায়ী চাল মজুদ করেছেন খবর পেয়ে অভিযানে যায় পুলিশ। পরে বিকেলে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এলিশ শরমিন ঘটনাস্থলে গিয়ে ৩০ বস্তা চাল জব্দ করেন। এ সময় চালগুলো রেখে ঘরটি সিলগালা করে দেন তিনি।

চাল জব্দ করার বিষয়টি নিশ্চিত করে ইউএনও এলিশ শরমিন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এর আগে ইউএনও এলিশ শরমিন সোমবার দুপুরে স্থানীয় বড়হিত ইউনিয়নের দু’টি দোকানে অভিযান চালিয়ে ২৩ বস্তা চাল জব্দ করেন।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৮
এমএএএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।