ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরিষাবাড়িতে ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪২ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮
সরিষাবাড়িতে ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত দুর্ঘটনাকবলিত ট্রাক। ছবি: বাংলানিউজ

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে ট্রাক উল্টে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ আরও ৪ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ জুলাই) ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পোঘলদিঘা ইউনিয়নের পুটিয়ারপাড় গ্রামের নাসির উদ্দিন (৩৩), একই ইউনিয়নের সাঞ্চারপাড় গ্রামের রিয়াজ উদ্দিন নিমাই (৩০) এবং আব্দুল বারী (৪০)।

আহতরা হলেন- হযরত আলী, আয়েজ উদ্দিন, স্বপন মিয়া ও আনিস। এরমধ্যে আনিস ট্রাকের চালক ছিলেন বলে জানা গেছে।

তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) জোয়াহের আলী বাংলানিউজকে জানান, ভোরে ঢাকার কেরানীগঞ্জ থেকে ছেড়ে আসা জুটমিলের মালামাল বোঝাই একটি ট্রাক সরিষাবাড়ি যাচ্ছিলো। ট্রাকটি তারাকান্দি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, জুলাই ২০, ২০১৮ আপডেট: ০৯৫৯ ঘণ্টা
এনটি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।