ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
পাকুন্দিয়ায় কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে শহিদ মিয়া (৩৮) নামে এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার (১৯ জুন) দুপুরে উপজেলার কোষাকান্দার গ্রামের আলুস্টোর বাজারে এ ঘটনা ঘটে। শহিদ ওই গ্রামের লাবু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, জমি নিয়ে শহিদের সঙ্গে প্রতিবেশী জীবন মিয়া ও ইমরানদের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে কোষাকান্দার আলুস্টোর বাজারে যান শহিদ। এ সময় জীবন, ইমরান ও আলিফসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। এ অবস্থায় স্থানীয়রা শহিদকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করে। পরে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা নেওয়ার পথে শহিদের মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম সরকার বাংলানিউজকে  বলেন, মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ