ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে থেমে থেমে চলছে নৌযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:১২, মে ৩১, ২০১৮
কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে থেমে থেমে চলছে নৌযান ফাইল ফটো

মাদারীপুর: বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার (৩১ মে) সকালে এক ঘণ্টা বন্ধ ছিল ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল।

সকাল সাড়ে ৮টার পর আবহাওয়া কিছুটা স্বাভাবিক হলে লঞ্চসহ অন্যান্য নৌযান চলাচল শুরু করে। তবে কিছুক্ষণ পরে আবারও আবহাওয়া খারাপ হলে নৌযান চলাচল কিছু সময় বন্ধ থাকে।

তবে সকাল ১০টা থেকে নৌযান চলাচল ফের শুরু হলেও ধীর গতিতে চলছে।

বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া রুটে থেমে থেমে চলছে নৌযান। সকালে প্রথম দিকে ঝড়ো বাতাসের কারণে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল সকল ধরনের নৌযান চলাচল। এর পর ঝড়ো বাতাস থেমে গেলে নৌযান চলাচল শুরু করা হয়। তবে আবহাওয়া খারাপ থাকায় নৌ চলাচলে ধীরগতি রয়েছে।

এদিকে, ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বিঘ্নিত হওয়ায় কাঁঠালবাড়ী ঘাট এলাকায় ঢাকাগামী যাত্রীদের ভিড় বেড়েছে। লঞ্চ এড়িয়ে ফেরিতে যাত্রীরা পার হচ্ছে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিএ'র লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন জানান, বৈরী আবহাওয়ার কারণে সকালে বন্ধ রাখা হয়েছিল নৌযান চলাচল। তবে এখন চলছে। আবহাওয়ার খুব বেশি উন্নতি হয়নি।  

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।