ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৪৬, মে ৩১, ২০১৮
মৌলভীবাজারে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত মরদেহ দেখতে জনতার ভিড়। ছবি বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইসলাম উদ্দিন ওরফে ইসলাম আলী (৪৫) নামে এক ডাকাত সর্দার নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩১ মে) ভোরে উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইসলাম উদ্দিন জেলার কমলগঞ্জ উপজেলার কুমারকাপন গ্রামের মতসিন আলী ওরফে তমছির আলীর ছেলে।

কুলাউড়া থানার উপ পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম তালুকদার বাংলানিউজকে জানান, ভোর ৪টার দিকে পাবই গ্রামে ১০/১২ জনের একদল ডাকাত হানা দেয়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। কিছুক্ষণ গুলিবিনিময়ের পর এক ডাকাত গুলিবিদ্ধ হয়ে মারা যান এবং দলের বাকি সদস্যরা পালিয়ে যান। পরে মরদেহ উদ্ধার করা হয়। সকালে স্থানীয়রা জানায় যে নিহত ব্যক্তির নাম ইসলাম উদ্দিন এবং তিনি একটি ডাকাতদলের সর্দার।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে একটি দেশি বন্দুক, পাঁচ রাউন্ড গুলি ও পাঁচটি রাম দা' উদ্ধার করা হয়েছে। ইসলাম উদ্দিনের বিরুদ্ধে থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মমর্তা (ওসি) শামীম মুসা বাংলানিউজকে জানান, মরদেহ ময়ানতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ৩১, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।