বৃহস্পতিবার (৩১ মে) ভোরে হঠাৎ দমকা হাওয়াসহ বর্ষণ হতে থাকে। বাতাসের গতিবেগের সঙ্গে বাড়তে থাকে বৃষ্টি।
খবর নিয়ে জানা যায়, রাজধানীর বাড্ডা, শাহজাদপুর, বারিধারাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। সপ্তাহ শেষেও বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
ভোর থেকে সকাল পর্যন্ত বর্ষণের ফলে অফিস-আদালতগামী মানুষকে ভোগান্তিতে পড়তে হলেও গত ক’দিনের গরম বিবেচনায় ‘স্বস্তি’ বৃষ্টি বলছেন নগরবাসী।
বুধবার সন্ধ্যায় আবহাওয়াবিদরা বলেছিলেন, বাতাসে আর্দ্রতা বেশি থাকা এবং মেঘ না থাকায় রোদের তীব্রতা ও গরম বেশি অনুভব হয়েছে। বুধবার সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬২ শতাংশ। তবে এ ভাব কাটতে শুরু করেছে।
বাংলাদেশ সময়: ০৮০৫ ঘণ্টা, মে ৩১, ২০১৮
ওএইচ/