ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ীদের 'দ্বন্দ্বে' যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৫, মে ৩০, ২০১৮
বাঘারপাড়ায় মাদক ব্যবসায়ীদের 'দ্বন্দ্বে' যুবক নিহত

যশোর: যশোরের বাঘারপাড়ায় দুই দল মাদক ব্যবসায়ীর ‘দ্বন্দ্বে’ অজ্ঞাতপরিচয় (৩০) যুবক নিহত হয়েছেন।

বুধবার (৩০ মে) দিনগত রাত সোয়া ৩টার দিকে উপজলার ভাটার আমতলা এলাকার একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বাংলানিউজকে জানান, যশোর-মাগুরা সড়কের বাঘাপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকার একটি মেহগনি বাগানে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে দ্বন্দ্ব চলছে এমন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ঘটনাস্থলে ছুটে যায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা ছত্রভঙ্গ হয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।

অভিযানে ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটারগান, এক রাউন্ড গুলি, একটি গুলির খোসা এবং তিন কেজি গাঁজা জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৫৪০ ঘণ্টা, মে ৩১, ২০১৮
ইউজি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।