ঢাকা, মঙ্গলবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

আজমিরীগঞ্জে দুই ডাকাত আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২২, মে ৩০, ২০১৮
আজমিরীগঞ্জে দুই ডাকাত আটক

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।

তারা হলেন- বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ছমির উদ্দিনের ছেলে এরশাদ মিয়া (২২) ও একই উপজেলার বড়ইউড়ি গ্রামের নাঈম উদ্দিনের ছেলে শাকীল মিয়া (২০)।

বুধবার (৩০ মে) দিনগত রাত সাড়ে ১১টায় উপজেলার শিবপাশা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বাংলানিউজকে জানান, রাতে সংঘবদ্ধ ডাকাত দল শিবপাশা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলেন দুই সদস্যকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ০৪১৮ ঘণ্টা, মে ৩১, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।