ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

এবার কাফরুলে মুণ্ডুহীন মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২২, মে ২৮, ২০১৮
এবার কাফরুলে মুণ্ডুহীন মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপরে পরিত্যক্ত ব্যাগ থেকে মানবদেহের খণ্ডিত হাত-পা উদ্ধারের পর এবার কাফরুল থেকে মুণ্ডুহীন একটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের বিপরীতে নতুন রাস্তায় এ খণ্ডিত মরদেহ পাওয়া যায়।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিকদার শামীম হোসেন বাংলানিউজকে জানান, ওই রাস্তায় একটি ব্যাগের পাশে গলা থেকে নাভী পর্যন্ত খণ্ডিত মরদেহটি পাওয়া যায়।

সেটি উদ্ধার করে নিকটস্থ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এর আগে রোববার (২৭ মে) মগবাজার ফ্লাইওভারের ওপরে একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর দু’টি পা ও একটি হাত পাওয়া যায়। হাতে চুড়ি দেখে ধারণা করা হচ্ছে এটি কোনও নারীর হাত।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ২৮, ২০১৮
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।