সোমবার (২৮ মে) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর বাজার এলাকা থেকে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে। সে একই উপজেলার চর শুকতাইল গ্রামের সাহাদৎ খা’র ছেলে।
গোপালগঞ্জের গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক হযরত আলী জানিয়েছেন, রোববার রাতে আজাদ খা বাড়ির পার্শ্ববর্তী গোপীনাথপুর বাজারে ভগ্নিপতি লালন মোল্লার দোকানে ঘুমাতে যায়। দোকানে ঢোকার সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। সোমবার সকাল ১০টার দিকে স্থানীয়রা তাকে মৃত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, মে ২৮, ২০১৮
আরএ