ঢাকা, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩২, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০০ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫:৪৫, মে ২৮, ২০১৮
পাবনায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক বিক্রেতা নিহত প্রতীকী ছবি

পাবনা: পাবনার বেড়া উপজেলার তেঘরি গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইজ্জত আলী (২৮) নামে এক ডাকাত ও মাদক বিক্রেতা নিহত হয়েছেন। 

রোববার (২৭ মে) দিবাগত রাত দুইটার দিকে পাবনার বেড়া উপজেলার তেঘড়ি গ্রামে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে। পুলিশের দাবি ইজ্জত আলী তালিকাভুক্ত মাদক বিক্রেতা ও ডাকাত।

তিনি একই উপজেলার হাটুরিয়া গ্রামের মৃত আজাহার আলী প্রামাণিকের ছেলে।

পাবনার পুলিশ সুপার জিহাদুল কবির জিহাদ বাংলানিউজকে জানান, রাতে বেড়া মডেল থানা এলাকায় টহল দিচ্ছিলেন একদল পুলিশ। তারা তেঘরি গ্রামের পাকা রাস্তায় পৌঁছানো মাত্র একদল ডাকাত কাঠের গুঁড়ি দিয়ে ডাকাতি করার জন্য গাড়ি থামানোর চেষ্টা করে। এসময় ভ্যান থেকে পুলিশ নামার সঙ্গে সঙ্গে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ও ককটেলের বিস্ফোরণ ঘটায় ডাকাত দল। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। পরে ডাকাতদল পালিয়ে গেলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।  

ঘটনাস্থল থেকে একটি দেশীয় শুটারগান, চার রাউন্ড কার্তুজ, ৬০০ গ্রাম গাঁজা এবং ৬০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

ইজ্জত আলী ডাকাত,সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র ও মাদকের ১৪টি মামলা রয়েছে বলে জানান ওই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, মে ২৮, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।