ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

পূর্ব ক্ষোভের জেরে এটিএম বুথের কর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, মে ২৩, ২০১৮
পূর্ব ক্ষোভের জেরে এটিএম বুথের কর্মী খুন আসামি রাসেলসহ র‌্যাব কর্মকর্তারা/ছবি: বাংলানিউজ

ঢাকা: একই এলাকার বাসিন্দা শেখ তাহিদুল ইসলাস নূরনবী ও রাসেল শেখ নয়ন। তুচ্ছ ঘটনা নিয়ে তাদের দ্বন্দ্ব হয় একবছর আগে। সেই দ্বন্দ্বের জেরে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মী তাহিদুলকে খুন করেন রাসেল শেখ।

গত সোমবার (২১ মে) ঢাকায় ইবিএল'র একটি এটিএম বুথ থেকে তাহিদুল ইসলামের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মঙ্গলবার (২২ মে) দিনগত রাতে খুলনার সোনাডাঙ্গা এলাকা থেকে রাসেল শেখকে গ্রেফতার করে র‌্যাব-১।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এ হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন রাসেল।

বুধবার (২৩ মে) দুপুরে কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান র‌্যাব-১ এর কোম্পানি কমান্ডার মেজর মনজুর মেহেদী ইসলাম।

তিনি বলেন, গত বছরের জুলাইতে বাগেরহাটের একটি নৌকাবাইচ অনুষ্ঠান দেখতে যান ভিকটিম তাহিদুল এবং আসামি রাসেল। এসময় অসাবধানতাবশত রাসেলের সাইকেল তাহিদুলের গায়ে লেগে যায় এবং তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে নৌকাবাইচ থেকে ফেরার পথে রাসেলকে মারধর করেন তাহিদুল।

তাহিদুল গত ১ মে থেকে 'গ্লোব সিকিউরিটি সার্ভিস' নামে একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের অধীনে ইবিএল বুথে নিরাপত্তাকর্মীর কাজ শুরু করেন। গত এপ্রিল থেকে রাসেলও গ্লোব সিকিউরিটি সার্ভিসে চাকরিরত ছিলেন। পরে গত ৯ মে আইকন ফর সিকিউরিটি সার্ভিসে রিক্রুটিং এজেন্ট হিসেবে কাজ শুরু করেন।

ঘটনার দিনের বিবরণে মেজর মনজুর বলেন, ২০ মে রাতে তাহিদুল ওই বুথে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। রাসেল ঢাকার বিভিন্ন এলাকায় লোক নিয়োগের পোস্টারিং করতেন। তারপর রাতে ইবিএল'র ওই বুথে গিয়ে তাহিদুলকে দেখে রাসেল ক্ষিপ্ত হন। ভিকটিম তাহিদুলকে গতবছরের কথা মনে করিয়ে দিলে তাদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

এরপর তাদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ভোর আনুমানিক ৪টার দিকে রাসেল ছুরি দিয়ে তাহিদুলের গলায় জখম করেন। তাহিদুলের মৃত্যু নিশ্চিত হওয়ার পর এটিএম বুথের লাইট বন্ধ করে ছুরিটি পার্শ্ববর্তী ড্রেনে ফেলে দেন এবং খুলনায় পালিয়ে যান।

রাসেল ছুরি কোথায় পেয়েছিল এমন প্রশ্নের জবাবে মেজর মনজুর জানান, এটিএম বুথের নিরাপত্তাকর্মীরা যেহেতু বুথেই থাকতো, সেহেতু বিভিন্ন কাটাকাটির কাজে ব্যবহারের জন্য ছুরিটি সম্ভবতো সেখানেই ছিল।

এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুনের প্রধান আসামি গ্রেফতার
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, মে ২৩, ২০১৮
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।