ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুনের প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৮ ঘণ্টা, মে ২৩, ২০১৮
এটিএম বুথের নিরাপত্তাকর্মী খুনের প্রধান আসামি গ্রেফতার

ঢাকা: ঢাকায় ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এটিএম বুথের নিরাপত্তাকর্মী শেখ তৌহিদুল ইসলাম হত্যার ঘটনায় দায়ের করা মামলার ‘প্রধান আসামিকে’ গ্রেফতার করেছে র‌্যাব-১।

বুধবার (২৩ মে) সকালে বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাব-১ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল সারোয়ার বিন কাশেম।

তিনি জানান, দুপুরে কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

সোমবার (২১ মে) সকালে ওই বুথের ভেতর থেকে জিএসএস-গ্লোবাল নামের বেসরকারি একটি নিরাপত্তা প্রতিষ্ঠানের কর্মী তৌহিদুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পর দিন মঙ্গলবার (২২ মে) ক্যান্টনমেন্ট থানায় একটি মামলা করেন তৌহিদুলের বাবা।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ জানায়, ঘটনার সময় এক ব্যক্তি বুথে ঢুকেছিল। ওই ব্যক্তিই তৌহিদুলকে খুন করে থাকতে পারেন।  

বুথ থেকে টাকা লুট করতে গিয়ে নয়, বরং পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হয়েছে বলে ধারণা পুলিশের।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মে ২৩, ২০১৮
পিএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।