ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মহাখালীতে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
মহাখালীতে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু মহাখালীতে মোটরসাইকেলের ধাক্কায় একজনের মৃত্যু, ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মহাখালীতে মোটরসাইকেলের ধাক্কায় আবদুল হাকিম (৩৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে তার ঠিকানা পাওয়া যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।  

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী নাইমুল ইসলাম বলেন, মহাখালী মুক্তিযোদ্ধা কলোনীর সামনের রাস্তা পার হওয়ার সময় সাতরাস্তাগামী একটি মোটরসাইকেল হালিমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।  

আহত অবস্থায় দ্রুত হাকিমকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত তাকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

বাংলাদেশ সময়: ০১৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
এজেডএস/এসই/এমএইউ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।