ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সোলার জিও ইঞ্জিনিয়ারিং গবেষণা বিষয়ে আলোচনা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
সোলার জিও ইঞ্জিনিয়ারিং গবেষণা বিষয়ে আলোচনা প্রেসক্লাবে সোলার জিও ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিশিষ্টজনদের আলোচনা

ঢাকা: সোলার জিও ইঞ্জিনিয়ারিং গবেষণায় উন্নয়নশীল দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন এই খাতের সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (২৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে সোলার জিও ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিশিষ্টজনদের উদ্বেগ সংক্রান্ত আলোচনায় এ আহ্বান জানানো হয়।

জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞ ড. আতিক রহমান বলেন, যতো দ্রুত তাপমাত্রা বাড়ছে, তাতে নানা রকম নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশের উপর।

আমরা তাপমাত্রা ০.৮৯ ডিগ্রি পেরিয়েছি। এতেই ঘূর্ণিঝড়, বন্যাসহ নানা রকম প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হচ্ছি।  

‘তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সোলার জিও ইঞ্জিনিয়ারিং নিয়ে যে গবেষণা চলছে তাতে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোর প্রতিনিধিদের সম্পৃক্ত করতে হবে। ’

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, সোলার জিও ইঞ্জিনিয়ারিং অর্থাৎ, মেঘের উপর অ্যারোসল ছিটালে পরিবেশের উপর কী প্রভাব পড়বে তা নিয়ে আলোচনার প্রয়োজন রয়েছে।

পরিবেশ বিষয়ক সাংবাদিক কামরুল ইসলাম, জলবায়ু ও পরিবেশবিদ দ্বিজেন মল্লিক প্রমুখ এতে বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
এমআইএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।