ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ১দিনের আর্ট ক্যাম্প

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ১দিনের আর্ট ক্যাম্প বরিশালে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ১দিনের আর্ট ক্যাম্প। ছবি: বাংলানিউজ

বরিশাল: সুবিধাবঞ্চিত শিশুদের সৃজনশীলতা বিকাশে বরিশালে একদিনের আর্ট ক্যাম্প সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে নগরীর জীবনানন্দ স্মৃতি মিলনায়তন ও পাঠাগারে বুধবার (২৫ এপ্রিল)সকাল থেকে দিনব্যাপী এই আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা শিশুবিষয়ক কর্মকর্তা পংকজ রায় চৌধুরী।

শিল্পী অভিজিত চৌধুরীসহ সাতশিল্পীর পরিচালনায় আর্ট ক্যাম্পে বরিশালের বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন ১১০জন প্রতিযোগী অংশ নেয়।  

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।