ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গোলাপবাগে দেয়াল ভেঙে ৩ নারী আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
গোলাপবাগে দেয়াল ভেঙে ৩ নারী আহত

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর গোলাপবাগে ভবনের ওপর থেকে দেয়াল ভেঙে তিন নারী আহত হয়েছেন। 

রোববার (২২ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

আহতরা হলেন- আয়সা (৭০) ও তার মেয়ে মাজেদা (৪৫) এবং তাদের প্রতিবেশী ভাড়াটিয়া সেনিনা (৪৫)।

আহতদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসা রিতা আক্তার বাংলানিউজকে জানান, আহতরা গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের পেছনে আনসার আলীর টিনসেট বাড়ির ভাড়াটিয়া। সন্ধ্যায় টিনসেট বাড়ির পাশে জহিরুল হকের ছয়তলা বাড়ির ছাদের এক অংশ ভেঙে ওই টিনসেট বাড়ির ওপর পড়ে। এতে টিনভেদ করে ঘরে ভেতরে থাকা তিন নারী আহত হন।

জহিরুল হকের স্ত্রী তাহামিনা বাংলানিউজকে জানান, সকালে তার বাড়ির ছাদে তিনফিট দেয়াল উঠানো হয়। বিকেলে ঝড়ের সময় সেই দেয়ালের এক অংশ ভেঙে পাশের বাড়ির টিনের চালের ওপর পড়ে। এতে ওই টিনভেদ ঘরের মধ্যে থাকা তিন নারী আহত হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৮
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।