ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বৈশাখে ৬০ টাকায় ওয়াটার বাসে পুরো হাতির ঝিল 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৯ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৮
বৈশাখে ৬০ টাকায় ওয়াটার বাসে পুরো হাতির ঝিল  ওয়াটার বোটে হাতিরঝিল ঘুরে দেখছেন দর্শনার্থীরা-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: পহেলা বৈশাখ উপলক্ষে ৬০ টাকায় ওয়াটার বাসে হাতির ঝিল ঘুরে দেখাচ্ছে কর্তৃপক্ষ। হাতির ঝিলের সব কয়টি টিকিট কাউন্টার থেকে এই টিকিট দেওয়া হচ্ছে।

বৈশাখী আনন্দ ভ্রমণ উৎসব প্যাকেজের আওতায় ২০ মিনিটে সম্পূর্ণ হাতির ঝিল একবার ঘুরে দেখাচ্ছে। বিশেষ এই প্যাকেজে জনপ্রতি ৬০ টাকায় দেখার পাশাপাশি দুই সিটের একটি ওয়াটার বোটে হাতির ঝিল দেখার সুযোগ দেওয়া হয়েছে।

তবে তার জন্য খরচ করতে হচ্ছে ১৫০ টাকা।

এছাড়া ২৫০ টাকার টিকিটের বিনিময়ে চার সিটের প্যাডেল বোট এবং আট সিটের স্পিডবোটে হাতির ঝিল এক চক্কর ঘুরে দেখানো হচ্ছে।  

এ বিষয়ে ওয়াটার বাস পরিচালনা বিভাগের সহকারী ম্যানেজার আমিনুল হক বাংলানিউজকে বলেন, বাংলা নববর্ষ উপলক্ষে পুরো হাতির ঝিল ঘুরে দেখানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।

হাতিরঝিল ঘুরে দেখছেন দর্শনার্থীরা-ছবি-শাকিল আহমেদএই সুযোগ শুধু আজকের জন্য। এতে ব্যাপক সাড়া মিলেছে বলে জানান তিনি।

রাজধানীর মিরপুর থেকে মেয়েকে নিয়ে হাতির ঝিল দেখতে আসা ইকরামুল হক বাংলানিউজকে বলেন, বাসে করে কিংবা হেঁটে বাচ্চকে হাতির ঝিল ঘুরে দেখানো কষ্টকর হতো। কিন্তু ওয়াটার বাসে অল্প সময়ে হাতির ঝিল দেখে ভালোই লাগলো।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, এপ্রিল ১৪,২০১৮
এমএফআই/আরআর/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।