ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রূপগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ৫

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
রূপগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবি, নিখোঁজ ৫

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী নৌকা ডুবে পাঁচজন নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে। 

শুক্রবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রূপসী কাজীপাড়ায় শীতলক্ষ্যা নদীতে এ দুর্ঘটনা ঘটে।  

নিখোঁজদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে।

তিনি হলেন রাজধানীর বাসাবো এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে জাসিম মোহাম্মদ রাজু।  

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারাব পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হামিদুল্লাহ জানান, রাজধানীর ডেমরা থেকে ১৪ জনের একদল যুবক একটি নৌকা ভাড়া করে শীতলক্ষ্যায় ঘুরছিলেন। রাত সাড়ে ৯টার দিকে একটি বাল্কহেড পেছন থেকে নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায়। এসময় নৌকায় থাকা ১৪ জনের মধ্যে নয়জন সাঁতরে তীরে উঠতে পারলেও পাঁচজন নিখোঁজ হন। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের তিনজনের একটি ডুবুরিদল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।  

বেঁচে যাওয়া মিরাজ মিয়া জানান, জাসিম, মোহাম্মদ রাজিবসহ তাদের পাঁচ বন্ধু নিখোঁজ রয়েছেন।  

বাংলাদেশ সময়: ২৩৪৪ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।