ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অগ্রযাত্রার স্বীকৃতির উদযাপন চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
অগ্রযাত্রার স্বীকৃতির উদযাপন চলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে উদযাপন মঞ্চে চলছে সংগীতায়োজন

ঢাকা: স্বল্পোন্নত দেশের (এলডিসি) সারি থেকে উন্নয়নের মহাসড়ক ধরে এগিয়ে বিশ্বসভায় উন্নয়নশীল দেশে উত্তরণের যোগ্যতা লাভ করেছে বাংলাদেশ। অনন্য এ অর্জনকে উদযাপনের জন্য ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে সরকার।

বৃহস্পতিবার (২২ মার্চ) রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে শুরু হয়েছে এ বিশাল সংস্কৃতিযজ্ঞের। বিকেল সাড়ে ৫টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন।

শোভাযাত্রায় বাঁশি, ঢাকঢোলের বাদ্য, মঙ্গলযাত্রা, ক্ষুদ্র নৃগোষ্ঠীর আচার-সংস্কৃতিসহ বিভিন্ন ঐতিহ্য তুলে ধরা হয়।

এরপর ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু শিল্পীদের সমবেত পরিবেশনা। আয়োজনের মধ্যে আরও রয়েছে বাউল গান, নৃত্য এবং অ্যাক্রোবেটিক শো। সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রয়েছে লেজার শো।

দেশ ও জাতির মহান অর্জনের কথা তুলে ধরে সন্ধ্যা ৭টায় বক্তব্য রাখবেন আয়োজনের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সন্ধ্যা সাড়ে ৭টায় রয়েছে মনোজ্ঞ আতশবাজি। এরপর সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী রুনা লায়লা, মমতাজ, জেমস এবং অন্যান্য জনপ্রিয় ব্যান্ড।

আয়োজন সম্পর্কে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিম হোসেন খান বাংলানিউজকে জানান, অনেক ত্যাগের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা আজ সত্যিকারের মর্যাদায় অভিষিক্ত হয়েছে। বাংলাদেশের গৌরবময় এ অর্জনকে সগৌরবে উদযাপন করার জন্য এ অনুষ্ঠানের আয়োজন।

এসময় তিনি আয়োজনে উপস্থিত হয়ে বাংলার ইতিহাস সৃষ্টিতে অংশগ্রহণের জন্য সবাইকে আমন্ত্রণ জানান।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মার্চ ২২, ২০১৮
এইচএমএস/এইচএ/

** উন্নয়নশীল দেশে উত্তরণে উদযাপন শুরু
** আনন্দ শোভাযাত্রার স্রোত মিলছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে
** আনন্দ শোভাযাত্রায় উৎসবের নগরী ঢাকা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।