ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

রিমান্ড শেষে জবানবন্দি দিতে আদালতে ফয়জুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮:০১, মার্চ ১৮, ২০১৮
রিমান্ড শেষে জবানবন্দি দিতে আদালতে ফয়জুল আদালতে নেওয়া হচ্ছে ফয়জুলকে/ছবি: বাংলানিউজ

সিলেট: শাবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কথাসাহিত্যিক ড. জাফর ইকবালের উপর হামলাকারী ফয়জুলকে ১০ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়েছে। 

রোববার (১৮ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে তাকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। সেখান থেকে পৌনে ২টার দিকে ১৬৪ ধারায় জবানবন্দি নেওয়ার জন্য হাজির করা হয় হরিদাস কুমারের আদালতে।

 

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান বাংলানিউজকে বলেন, ১০ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়েছে।

আদালতে কর্তব্যরত পুলিশের পরিদর্শক আবুল হাশেম বাংলানিউজকে বলেন, রিমান্ড শেষে ফয়জুলকে প্রথমে মহানগর মুখ্য হাকিম সাইফুজ্জামান হিরোর আদালতে হাজির করা হয়। সেখান থেকে জবানবন্দি দিতে হরিদাস কুমারের আদালতে হাজির করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত জবানবন্দি দিতে বিচারকের খাস কামরায় ফয়জুল।

বাংলাদেশ সময়: ১৩৫৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।