ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশালে আরও ১ কয়েদির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
বরিশালে আরও ১ কয়েদির মৃত্যু

বরিশাল: বরিশালে আলাউদ্দিন রাঢ়ী (৫৯) নামে আরও এক কয়েদির মৃত্যুর হয়েছে।

রোববার (১৮ মার্চ) সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আলাউদ্দিন বরিশালের মুলাদী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত সিরাজ উদ্দিন রাঢ়ীর ছেলে।

তিনি বরিশালের মুলাদী উপজেলার সাংবাদিক মনির হোসেন রাঢ়ী হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিলেন।

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার মো. বদরুদ্দোজা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বরিশালের একটি হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আলাউদ্দিন কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিল। তার কয়েদী নম্বর ২৬১৮/এ। তিনি ১৫ মার্চ বিকেলে বুকে ব্যথা অনুভব করায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আইন অনুযায়ী সব প্রক্রিয়া সম্পন্ন করে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবেও বলে জানান বদরুদ্দোজা।

এর আগে, শনিবার (১৭ মার্চ) দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুদণ্ড প্রাপ্ত কয়েদি মো. জাফর গাজী (৪৮) বরিশাল কেন্দ্রীয় কারাগারে মৃত্যুবরণ করেন।

জাফর পটুয়াখালীর দশমিনা উপজেলার চরহোসনাবাদ এলাকার মৃত নুর হোসেন গাজীর ছেলে। তিনি পটুয়াখালীর নারী নির্যাতন ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ছিল।

বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৮
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।