ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাদক-বাল্যবিয়ে-ভিক্ষাবৃত্তিকে লাল কার্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
মাদক-বাল্যবিয়ে-ভিক্ষাবৃত্তিকে লাল কার্ড লাল কার্ড প্রদর্শন উপলক্ষ্যে সমাবেশ

খুলনা: খুলনার বটিয়াঘাটায় বাল্যবিয়ে, মাদক ও ভিক্ষাবৃত্তিকে লাল কার্ড প্রদর্শন উপলক্ষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মার্চ) দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে নানা আয়োজনের মধ্য দিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা প্রশাসন ও বটিয়াঘাটা উপজেলা পরিষদের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া।

খুলনা জেলা প্রশাসক আমিন উল আহসানে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- র‌্যাব-৬ খুলনার অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম, খুলনা জেলা পুলিশ সুপার নিজামুল হক মোল্যা, খুলনা জেলা স্থানীয় সরকার উপ-পরিচালক ইশরাত জাহান, উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী।

সমাবেশে বক্তৃতা রাখেন- ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, বুলু রায় গাঙ্গুলী, ইউপি চেয়ারম্যান মনোরঞ্জন মন্ডল, আশিকুজ্জামান, হাদিউজ্জামান হাদী, গোলাম হাসান, ইসমাইল হোসেন বাবু, মিজানুর রহমান মিলন গোলদার।

অনুষ্ঠানে উপস্থিত সবাই হাত তুলে বাল্যবিয়ে, মাদক ও ভিক্ষাবৃত্তিকে লাল কার্ড প্রদর্শন করেন।  

বক্তারা বলেন- মাদক, বাল্যবিবাহ ও ভিক্ষাবৃত্তি এদেশের জন্য একটি বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এসব বন্ধ করতে সবাইকে এগিয়ে আসতে হবে।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৮
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।