ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাতৃভূমি রক্ষায় নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে বিমানবাহিনীকে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
মাতৃভূমি রক্ষায় নিষ্ঠা নিয়ে কাজ করতে হবে বিমানবাহিনীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ফটো)

যশোর: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (৩১ ডিসেম্বর) সকালে যশোরে বাংলাদেশ বিমান বাহিনীর ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি’তে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু যে উন্নত-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন, সে স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

এসময় তিনি বিমান বাহিনীর সদস্যদের উদ্দেশেও সততা ও নিষ্ঠার সঙ্গে মাতৃভূমি রক্ষায় সংবিধান মেনে কাজ করার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী ঘোষণা দেন, ভবিষ্যতে সিলেট ও বরিশালেও দু’টি বিমানঘাঁটি গড়ে তোলা হবে।

ঢাকা থেকে হেলিকপ্টারযোগে রওয়ানা দিয়ে সকাল ১১টার কিছু আগে ‘বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি’তে পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি দিনব্যাপী যশোর সফরে এই অনুষ্ঠান ছাড়াও ১৮টি প্রকল্পের উদ্বোধন ও ১২টির ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। বিকেলে যোগ দেবেন আওয়ামী লীগ আয়োজিত জনসভায়।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৭
এইচএ/

** যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।