ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিশ্বের ১১ শতাংশ মানুষ অতি দরিদ্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭
বিশ্বের ১১ শতাংশ মানুষ অতি দরিদ্র এসডিজি বিষয়ক কর্মশালায় আবুল কালাম আজাদ

ময়মনসিংহ: বিশ্বের ১১ শতাংশ মানুষ অতি দারিদ্র্য সীমার নিচে বাস করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।

তিনি বলেন, ১৯৯৯ সালে সারা বিশ্বে ১৭০ কোটি লোক অতি দরিদ্র্য সীমার নিচে অবস্থান করতো। ২০১৩ সালে এসে তা অর্ধেকেরও কম হয়ে গেছে।

এখন সারা পৃথিবীতে মাত্র ১১ শতাংশ মানুষ দারিদ্র্য সীমার নিচে বাস করে। এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়ায় অতি দরিদ্রের হার ছিল গড়ে ৩৫ ভাগ। এখন তা ৩ ভাগে নেমে এসেছে।

আবুল কালাম আজাদ আরও বলেন, ২০১৩ সালের হিসাবে আফ্রিকায় ৪২ ভাগ লোক অতি দরিদ্র্য সীমার নিচে বাস করতেন। তাদের রোজগার ১৫২ টাকারও কম। সেই অবস্থায় আমরা অনেক ভালো আছি।  

শনিবার (১৪ অক্টোবর) দুপুরে ময়মনসিংহ নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে স্থানীয়করণ, বিনিয়োগ পরিকল্পনা এবং উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন শীর্ষক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এ কর্মশালার আয়োজন করে।  

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কাজী মোহাম্মদ আনিমুল ইসলাম, সিনিয়র সচিব ড.শামসুল আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যা মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সিরাজুল হক খান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো: আলমগীর, প্রধানমন্ত্রী কার্যালয়ের গভর্নেসে ইনোভেশন ইউনিট (জিআইইউ) মহাপরিচালক মো. আব্দুল হালিম, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি।

পরে বিকেলে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নে বাস্তবায়নাধীন এইচডিএফসি সিনপাওয়ার লিমিটেডের সৌর বিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ