ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

মাদারীপুর: মাদারীপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলার শিবচর ও সকালে কালকিনি উপজেলায় এই দুর্ঘটনা দুইটি ঘটে।

জানা যায়, শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের মোড়লকান্দি গ্রামে জিন্নত মোড়ল (৬০) নামে এক ব্যক্তি বাঁশ কাটাতে যান।

এসময় বাঁশের সঙ্গে বৈদ্যুতিক তারের সংস্পর্শ হলে বাঁশ বিদ্যুৎতায়িত হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এদিকে, সকালে জেলার কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম এলাকায় পানের বরজে কাজ করার সময় শাজাহান ফকির (৬৫) নামের এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্লী বিদ্যুতের শিবচর জোনাল শাখার এজিএম সাইফুল আলম বাংলানিউজকে জানান, শিবচরে বাঁশ কাটতে গিয়ে এক ব্যক্তির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাঁশ কাটার আগে আমাদের জানালে ওই এলাকায় আমরা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখতাম।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।