ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ভৈরবে ৩ নারী ছিনতাইকারীর কারাদণ্ড

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
ভৈরবে ৩ নারী ছিনতাইকারীর কারাদণ্ড

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে তিন নারী ছিনতাইকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলরুবা আহমেদ এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গন্যাগ্রামের আফজাল মিয়ার স্ত্রী মোছা আকলিমাকে (২৫) এক বছর, একই উপজেলার ধরমণ্ডল গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী নাছিমা বেগমকে (৩০) ছয় মাস ও হবিগঞ্জের মাদবপুর উপজেলার একতিয়ারপুর গ্রামের ওহাব আলীর স্ত্রী হামিদা বেগমকে (২০) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

 

ইউএনও দিলরুবা আহমেদ বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ নারী ছিনতাইকারী চক্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিনতাই করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে নজরধারী শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ। দুপুরে ওই তিন নারী ছিনতাইকারীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় তারা দোষ স্বীকার করায় বিচারক তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।