ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি প্রত্যহার

কুষ্টিয়া: পরিবহনের তিন শ্রমিককে গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে কুষ্টিয়ায় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যহার করা হয়েছে।

রবিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ কর্মসূচি প্রত্যহার করে কুষ্টিয়া মটর শ্রমিক ইউনিয়ন।
 
কুষ্টিয়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হাবিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

গত ১৫ সেপ্টেম্বর কুষ্টিয়ার বটতৈলে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে এক কেজি হিরোইনসহ ৩ পরিবহন শ্রমিককে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরই প্রতিবাদে রোববার ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নেয় জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।  

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।