ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে ভেলা ডুবির ঘটনায় ২ মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৭
লালমনিরহাটে ভেলা ডুবির ঘটনায় ২ মরদেহ উদ্ধার

লালমনিরহাট: লালমনিরহাট সদর উপজেলায় ধরলার তীরে আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে ভেলা ডুবির ঘটনায় আরো দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার একজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে এ ঘটনায় মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হলো।

এখনো মোজাম উদ্দিন রবিউল নামে আরো একজন নিখোঁজ রয়েছেন।

সোমবার (১৪ আগস্ট) সকালে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পূর্ব বডুয়া গ্রাম থেকে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

এরা হলেন-ওই গ্রামের আব্দুল হামিদ ওরফে সামাদের স্ত্রী আছমা বেগম নাসিমা ও একই গ্রামের মোজাম উদ্দিন রবিউলের ছেলে আলিফ। নিখোঁজ রয়েছেন মোজাম উদ্দিন রবিউল।

এর আগে রোববার (১৩ আগস্ট) বিকেলে সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের পূর্ব বডুয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

কুলাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রীস আলী বাংলানিউজকে জানান, ওই গ্রামের মোজাম উদ্দিন রবিউল ও হামিদের পরিবারের চারজন ভেলায় করে আশ্রয় কেন্দ্রে যাচ্ছিলেন। এ সময় ভেলাটি ডুবে গেলে সবাই নিখোঁজ হন। অনেক চেষ্টার পর এদের মধ্যে মৃত অবস্থায় শিশু নাদিমকে খুঁজে পায় স্থানীয় লোকজন।

খবর পেয়ে লালমনিরহাট ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েও তাদের সন্ধান করতে পারেনি। পরে সোমবার সকালে নিখোঁজদের মধ্যে শিশু আলিফ ও নাসিমার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ১৪ আগস্ট, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।