ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধরলা উপচে তলিয়ে গেছে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
ধরলা উপচে তলিয়ে গেছে কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়ক  ছবি: স্বপন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: আসাম ঘেঁষা কুড়িগ্রামের উপর দিয়ে প্রবাহিত বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে থাকায় বন্যার পানিতে তলিয়ে গেছে জেলার কাঁচা-পাকা সড়ক। এতে বিভিন্ন এলাকার  যোগাযোগ ব্যবস্থা অচল হওয়ার পথে। 

শনিবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে ধরলা নদীর পানি উপচে কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমোরপুর এলাকায় কুড়িগ্রাম-ভুরুঙ্গামারী সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।
 
এতে দুর্ভোগ বেড়েছে ধরলা নদীর অপর পাড়ের নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও ফুলবাড়ী উপজেলার মানুষের।

একমাত্র সড়কটির উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় যেকোনো মুহূর্তে জেলা শহরের সঙ্গে তিনটি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
 
এছাড়া বেশ কয়েকটি স্থানে ইঁদুরের গর্ত দিয়ে পানি প্রবাহিত হওয়ায় ঝুঁকির মুখে পড়েছে তিন উপজেলার যোগাযোগের একমাত্র সড়কটি।
গ্রামীণ কাঁচা-পাকা সড়ক তলিয়ে যাওয়ায় এসব এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। তলিয়ে গেছে এসব এলাকার গ্রামীণ হাট-বাজারও।

বন্যার পানি বাড়া অব্যাহত থাকায় নতুন নতুন এলাকা প্লাবিত হয়ে ঘর-বাড়িতে পানি উঠে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন ওই সব এলাকার মানুষ। ঘর-বাড়ি ছেড়ে আশপাশের বাঁধ, শিক্ষা প্রতিষ্ঠান ও পাকা সড়কে আশ্রয় নিতে শুরু করেছেন তারা।

কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল বরকত মো. খুরশিদ আলম বাংলানিউজকে জানান, ক্ষতিগ্রস্ত পাকা সড়কের বিভিন্ন স্থানে জরুরি ভিত্তিতে মেরামতের কাজ শুরু হয়েছে। বিভাগীয় বিভিন্ন উপকরণ বালির বস্তা, ইট, বাঁশ দিয়ে ঝুঁকিপুর্ণ বেশ কয়েকটি স্থানে এরই মধ্যেই কাজ চলছে।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৭
এফইএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ