ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাবির নতুন প্রক্টর ড. লুৎফর রহমান

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৮ ঘণ্টা, আগস্ট ৬, ২০১৭
রাবির নতুন প্রক্টর ড. লুৎফর রহমান

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান। 

রোববার (৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. এম এ বারী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন। নিয়োগ পাওয়ার পর দায়িত্ব বুঝে নিয়েছেন নতুন প্রক্টর।

রেজিস্ট্রার বলেন, উপাচার্য নিজ ক্ষমতাবলে অধ্যাপক লুৎফর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ দিয়েছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

প্রক্টরের দায়িত্বে যোগদানের সময় সহকারী প্রক্টর, প্রক্টর দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। তারা নবনিযুক্ত প্রক্টরকে অভিনন্দন জানান। এসময় প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান তার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, এর আগে সকালে ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহানের কাছে পদত্যাগপত্র জমা দেন প্রক্টর মজিবুল হক আজাদ খান।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, আগস্ট ০৬, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।