ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সাটুরিয়ায় গার্মেন্টস কর্মীর বাড়িতে ডাকাতি, আটক ১

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
সাটুরিয়ায় গার্মেন্টস কর্মীর বাড়িতে ডাকাতি, আটক ১

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সাটুরিয়ায় সিরাজুল ইসলাম নামে এক গার্মেন্টস কর্মীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মোবারক আলী নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (২৯ জুলাই) ভোরে উপজেলার বৈলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজুল ইসলাম ওই এলাকার আছুর উদ্দিনের ছেলে ও পেশায় পোশাক কারাখানায় শ্রমিক।

নাম প্রকাশে অনিচ্ছুক সিরাজুলের এক আত্মীয় বাংলানিউজকে জানান, ভোরে ১০/১২ জনের একদল ডাকাত ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় ওই ঘরে থাকা তিন ভরি স্বর্ণ, ৯০ হাজার টাকা ও দু'টি মোবাইল ছিনিয়ে নেয় ডাকাত দলের সদস্যরা।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বাংলানিউজকে জানান, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ এবং একটি ডাকাতি মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।