ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রস্তুত ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার পশু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
প্রস্তুত ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার পশু হাটে গরু, (ফাইল ছবি)

ঢাকা: এবছর কোরবানির জন্য ৪৪ লাখ ৫৭ হাজার গরু ও মহিষ এবং ৭১ লাখ ছাগল ও ভেড়া প্রস্তুত আছে। এছাড়া বর্তমানে দেশে ৩৩ লাখ গবাদি পশু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের অধীনে রয়েছে বলে জানিয়েছে প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ জুলাই) আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।

সংবাদ সম্মেলনে জানানো হয়, কোরবানি যোগ্য পশুর সংখ্যা ১ কোটি ১৫ লাখ ৫৭ হাজার।

যার মধ্যে গরু ও মহিষের সংখ্যা ৩৩ লাখ ৩০ হাজার। বৃদ্ধ, বাতিল, উৎপাদনশীল নয় ও অলাভজনক গরু মহিষের সংখ্যা ১১ লাখ ২৭ হাজার। সব মিলিয়ে প্রায় ৪৪ লাখ ৫৭ হাজার।

হৃষ্টপুষ্ট ভেড়া ও ছাগলের সংখ্যা ২৮ লাখ ৩০ হাজার এবং অনুৎপাদনশীল, অলাভজনক ও বৃদ্ধ ছাগল ও ভেড়ার সংখ্যা ৪২ লাখ ৭০ হাজার। সব মিলিয়ে প্রায় ৭১ লাখ।

গতবছর ঢাকা সিটি করপোরেশনের ২৩টিসহ সারাদেশে মোট এক হাজার ৯২টি ভেটেরিনারি মেডিকেল টিম গবাদি পশ‍ুর হাটে স্বাস্থ্য সেবা দিয়েছে। এবছর ঢাকা ঢাকা সিটি করপোরেশনের ২৫টিসহ সারাদেশে এক হাজার ১০৫টি ভেটেরিনারি মেডিকেল টিম গবাদি পশ‍ুর হাটে স্বাস্থ্য সেবা দেবে। সিটি করপোরেশনের আওতাধীন হাটে দুইজন ভেটেরিনারিয়ান ও দুইজন সহযোগী কর্মী নিয়োজিত রাখার পরিকল্পনা রয়েছে।
 
গবাদি পশুর হাটে প্রাথমিক স্বাস্থ্য সেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদানের ব্যবস্থা রাখা হবে বলে জানানো হয়েছে।
 
স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে সিটি করপোরেশন ও পুলিশের সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭/আপডেট ১৭৪৬ ঘণ্টা
আরএম/এমআইএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।