ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

‘করতোয়া বাঁচাও, পরিবেশ রক্ষা করো’  

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৩ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
‘করতোয়া বাঁচাও, পরিবেশ রক্ষা করো’   মানববন্ধন-ছবি-আরিফ জাহান

বগুড়া: ‘করতোয়া বাঁচাও, পরিবেশ রক্ষা করো’ স্লোগানকে সামনে রেখে বগুড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে শহরের সাতমাথায় সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)-এর উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
 
কর্মসূচিতে বক্তব্য দেন-সুপ্র’র জেলা সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর, সাধারণ সম্পাদক কেজীএম ফারুক, গণতান্ত্রিক বাজেট আন্দোলনের আহ্বায়ক শেখ আবু হাসানাত সহিদ, টিএমএসএস মহিলা মার্কেটের এমডি ববিতা রাণী বর্মণ, ব্র্যাকের জেলা প্রতিনিধি স্বপন কুমার মিস্ত্রী প্রমুখ।


 
বক্তারা মানববন্ধনে করতোয়া নদী দখল ও দূষণমুক্ত করার জোরালো দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৭
এমবিএইচ/আরআর
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।