ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
বগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলা পৌরশহরের নয়াপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঞ্জু মিয়া (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২২ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে। পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রঞ্জু উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নয়াপাড়া এলাকায় জনৈক আব্দুল হামিদের মালিকানাধীন বহুতল ভবনের নির্মাণ কাজ করার সময় ওই ভবনের ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারে হঠাৎ অসাবধানতায় জড়িয়ে গুরুতর আহত হন শ্রমিক রঞ্জু মিয়া।

পরে তাকে উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছিলিমপুর টাউন ফাঁড়ি পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (টিএসআই) আশুতোষ বাংলানিউজকে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।    

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ২২, ২০১৭
এমবিএইচ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।