ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাকুন্দিয়ায় ২ শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
পাকুন্দিয়ায় ২ শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু পাকুন্দিয়ায় ২ বিদ্যালয়ে সততা স্টোর চালু-ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৮ জুলাই ) দুপুরে এ দু’টি স্টোরের উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আজিমুদ্দিন বিশ্বাস।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম এ রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ডিসি মো. আজিমুদ্দিন বিশ্বাস।

এছাড়াও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক তরিকুল হাসান শাহীনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) গোলাম মোহাম্মদ ভূঁইয়া, দুদক ময়মনসিংহ অঞ্চলের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম, পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছর উদ্দিন আহম্মেদ, পাকুন্দিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল হান্নান প্রমুখ।

উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অন্নপূর্ণা দেবনাথ, পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন, জেলা পরিষদের সদস্য ফৌজিয়া জলিল ন্যান্সি, দুদক ময়মনসিংহ অঞ্চলের সহকারী পরিচালক নূরে আলম সিদ্দিক, পাকুন্দিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. কফিল উদ্দিন, পাকুন্দিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি কাজী মো. শাহজাহান প্রমুখ।

বাংলাদেশ সময়: ২১৫৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৭
এএটি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ