ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

যশোর: যশোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ইমরান হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আল আমিন (২৫) ও সাজ্জাদ হোসেন (১৭) নামে আরও দুইজন আহত হন। শনিবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে শহরের নড়াইল বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমরান যশোর সদরের দাইতলা ফতেপুর এলাকার তাইজেল হোসেনের ছেলে। হতাহতরা সকলেই পরিবহন শ্রমিক বলে জানা গেছে।



স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, রাতে রিকশাযোগে ইমরান ও তার দুই সহকর্মী বাড়ি ফেরার পথে এক ছিনতাইকারী তাদের গতিরোধ করে ছিনতাই করতে গেলে তিনি বাধা দেন। এ সময় ছিনতাইকারী ইমরানের বুকে ছুরিকাঘাত করে।  পরে আল আমিন ও সাজ্জাদ তাকে বাধা দিতে গেলে তাদেরও ছুরিকাঘাত করে ছিনতাইকারী।

স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. এম আব্দুর রশিদ ইমরানকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা বাংলানিউজকে বলেন, ছিনতাইয়ে জড়িত শরিফ নামে একজনকে স্থানীয়রা পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

বাংলাদেশ সময়: ০৭২৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৭
ইউজি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।