ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

তালতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
তালতলীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনার তালতলী উপজেলার ছোটবগী বাজারের দোকানে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) বিকেল ৩টার দিকে বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ঘটনাস্থল পরিদর্শন করে এ সহায়তা দেন।

এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রত্যেককে তার নিজস্ব তহবিল থেকে নগদ পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দিয়ে আরও এক লাখ টাকার আর্থিক সহায়তার আশ্বাস দেন।

সংসদ সদস্যর পাশাপাশি তালতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মিন্টু প্রতি ক্ষতিগ্রস্তকে ১০ হাজার টাকা করে দেওয়ার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন- তালতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. রেজবি-উল-কবির, সাধারণ সম্পাদক মু. তৈফিকুজ্জামান তনু ও তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার প্রমুখ।

এর আগে (২৬ জুন) গভীর রাতে অগ্নিকাণ্ডে ছোটবগী বাজারের সাতটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মো. তৈসিফ আহম্মেদ বাংলানিউজকে বলেন, প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হবে।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।