ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

বরগুনায় নবজাতক বিক্রিকালে হাসপাতালের ম্যানেজার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, মে ২৪, ২০১৭
বরগুনায় নবজাতক বিক্রিকালে হাসপাতালের ম্যানেজার আটক

বরগুনা: বরগুনায় নবজাতক বিক্রির সময় ফজলুল হক মিন্টু নামে এক হাসপাতালের ম্যানেজারকে আটক করেছে পুলিশ। এসময় নবজাতক শিশুটিকে উদ্ধার করা হয়।

বুধবার (২৪ মে) রাত ৯টার দিকে বরগুনা শহরের মহাসড়ক সংলগ্ন কুয়েত প্রবাসী হাসপাতালে এ ঘটনা ঘটে।

নবজাতকটির মা সাবিনা বাংলানিউজকে বলেন, আমার সন্তানকে কে বা কারা কোথায় নিয়ে গেছে আমি জানিনা।

বাচ্চা উদ্ধারের পর জানতে পেরেছি ম্যানেজার আমার বাচ্চা পাচারের চেষ্টা করেছে।

সাবিনা বরগুনা সদর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের ঢলূয়া গ্রামের বাসিন্দা দেলোয়ারের মেয়ে।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদুজ জামান বাংলানিউজকে জানান, নবজাতক বিক্রির অভিযোগে কুয়েত প্রবাসী হাসপাতালের ম্যানেজারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ০২১৮ ঘণ্টা, মে ২৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।