ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

সোমবার থেকে ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মে ২১, ২০১৭
সোমবার থেকে ঢাকা-খুলনা-কলকাতা রুটে বাস এই বিলাসবহুল বাস চলবে ঢাকা-খুলনা-কলকাতা রুটে

ঢাকা: ঢাকা থেকে খুলনা হয়ে কলকাতা যাওয়ার সরাসরি বাস সার্ভিস চালু হচ্ছে সোমবার (২২ মে)। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিসি) ও গ্রিন লাইন পরিবহনের যৌথ উদ্যোগে এ বাস সার্ভিস চালু হচ্ছে।

সোমবার সকাল ৭টায় রাজধানীর কমলাপুরে বিআরটিসির আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে গ্রিন লাইনের অত্যাধুনিক বাস সার্ভিসটি চালু হবে।

সার্ভিসের উদ্বোধন করবেন বিআরটিসির চেয়ারম্যান মিজানুর রহমান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. এহছানে এলাহী।

এসময় ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন।

ঢাকা থেকে মাওয়া-কাঠালবাড়ি ঘাট দিয়ে খুলনা হয়ে সরাসরি কলকাতা যাবে এ বাস। সপ্তাহে একদিন পরপর এ বাস ঢাকা-কলকাতার মধ্যে চলাচল করবে। ভবিষ্যতে পদ্মাসেতুর ওপর দিয়ে এ বাস চললে খুব কম সময়ে গন্তব্যে পৌঁছানো যাবে।

বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, মে ২১, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।