ঢাকা, বুধবার, ২৫ বৈশাখ ১৪৩১, ০৮ মে ২০২৪, ২৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নব্য জেএমবির আইইডি বিশেষজ্ঞ আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৭ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
নব্য জেএমবির আইইডি বিশেষজ্ঞ আটক আটক মুসফিক মার্টিন জেনি

ঢাকা: নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিশেষজ্ঞ মুসফিক মার্টিন জেনিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০) সদস্যরা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ আইইডি ও রিমোট কন্ট্রোলিং ডিভাইস জব্দ করা হয়।

বুধাবার (২৬ এপ্রিল) র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান বাংলনিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুপুর ১১টার পর কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৭
পিএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।