ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে জাতীয় বিপর্যয় নেমে আসবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে জাতীয় বিপর্যয় নেমে আসবে সিরডাপ মিলনায়তনে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজিত বৈঠক/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে জাতীয় বিপর্যয় নেমে আসবে বলে মত দিয়েছেন বিশিষ্টজনেরা।

একই সঙ্গে সরকারের প্রতি বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে তারা বলেন, সারা পৃথিবীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পদ্ধতি পরিত্যক্ত ও ক্ষতিকর। যা বাংলাদেশের কোথাও হতে পারে না।

শনিবার (২২ এপ্রিল) দুপুরে সিরডাপ মিলনায়তনে সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের আয়োজিত ‘রামপাল কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎকেন্দ্র: সুন্দরবনের জীববৈচিত্রের ওপর প্রভাব’ শীর্ষক বৈঠকে এসব মত প্রকাশ করেন তারা।

অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ডা. একিউইউএম বদরুদ্দোজা চৌধুরী বলেন, এ প্রকল্পের বিরুদ্ধে যারা কথা বলছেন তারা দেশবিরোধী বা বিদ্যুৎবিরোধী নয়,  প্রধানমন্ত্রীর কাছে আহ্বান শেষবারের মতো বিশেষজ্ঞদের মাধ্যমে পরীক্ষা চালিয়ে বিষয়টি বিবেচনায় আনুন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ছাড়া অনিয়ম দিয়ে এ প্রকল্প শুরু হয়েছে। গণ স্বার্থবিরোধী এ প্রকল্পের কাজ চলছে। আমরা ফারাক্কা বাঁধ রক্ষা করতে পারিনি, সুন্দরবন রক্ষা করতে না পারলে আমরা কেউ বাঁচবো না।

বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জে. খন্দকার ইব্রাহীম বীর প্রতীক বলেন, বর্তমান পররাষ্ট্রনীতির মাধ্যমে দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে সরকার। এর বিরুদ্ধে গণ আন্দোলনের বিকল্প নেই।

বাংলাদেশ ভয়ের চাদরে ঢেকে গেছে জানিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, আজকে ভয়ের সংস্কৃতিকে ভেঙে সাহস নিয়ে সবাইকে কথা বলতে হবে। বিকল্প চিন্তা করতে হবে। ১৩২০ মেগাওয়াট বিদ্যুতের জন্য সুন্দরবন ধ্বংস হতে দেবো না। সুন্দরবন রক্ষায় এ প্রকল্পের বিরুদ্ধে জনগণকে আরও সোচ্চার হতে হবে।

এ প্রকল্পের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে যুক্তফ্রন্ট গঠন করে সব রাজনৈতিক দলগুলোকে আন্দোলনে নামার আহ্বান জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী।

সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. খ ফরিদুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি-রব) সভাপতি আসম আব্দুর রব, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৭
এএম/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।