ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেখ ‍হাসিনা খালি হাতে ফিরে এসেছেন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
শেখ ‍হাসিনা খালি হাতে ফিরে এসেছেন সম্মেলনে বক্তব্য রাখছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে খালি হাতে ফিরেছেন বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে গুলশানে তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

খালেদা জিয়া বলেন, তিনি (প্রধানমন্ত্রী) কতোগুলো আশ্বাস দিয়ে খালি হাতে ফিরে এসেছেন।

আমাদের সুন্দরবন ও রামপাল বিদ্যুৎ কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একটি কথাও বলেননি।

বিএনপি প্রধানের এই সংবাদ সম্মেলন মূলত প্রধানমন্ত্রীর সদ্য সমাপ্ত ভারত সফর ও সফর পরবর্তী প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের জবাবে ডাকা।

চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে সোমবার (১০ এপ্রিল) ভারত থেকে দেশে ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নয়াদিল্লি সফরকালে শনিবার ও রোববার (৮ ও ৯ এপ্রিল) ঢাকার গুলশান কার্যালয়ে আলাদা দুই অনুষ্ঠানে খালেদা জিয়া সরাসরি অভিযোগ করেন ‘শেখ হাসিনা দেশ বিক্রি করে দেশে ফিরবেন। আরও পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্যই এটি করবেন আওয়ামী লীগ প্রধান।

ওই বক্তব্যের জবাবে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশ বিক্রি নয়, রক্ষা করে।

এ রিপোর্ট লেখার সময়ে খালেদা জিয়ার সংবাদ সম্মেলন চলছিলো।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১৭
এজেড/জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।